Breaking


Wednesday, April 12, 2023

GK Practice Set || Mock Test :: 2

:: GK Practice Set :

GK Practice Set || Mock Test :: 2



 নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে GK Practice Set Mock Test 2 শেয়ার করলাম। তোমাদের কত স্কোর হল আমাদের কমেন্ট করে জানাও। 


Q1.'পার্লামেন্ট সংবিধানের মৌলকাঠামো ছাড়া অন্য সব অংশ সংশোধন করতে পারে'- সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল—
A.মিনার্ভা মিলস মামলায়
B.বন্দী প্রত্যক্ষীকরণ মামলায়
C.কেশবানন্দ ভারতী মামলায়
D.গোলকনাথ মামলায়


Q2.ভারতের প্রাচীনতম নীতিগল্প হল-
A.যবনেশ্বর
B.পঞ্চতন্ত্র
C.পঞ্চটীকা সায়র
D.ঈশ্বরের নীতিকথা


Q3.2022-2024 সাল পর্যন্ত অ্যাসোসিয়েশন অফ এশিয়ান ইলেকট্রন অথরিটিদের সভাপতিত্বের দায়িত্ব পালন করবে কোন দেশ?
A.ভারত
B.নেপাল
C.ভুটান
D.পাকিস্তান


Q4.অহিমস বিশ্ব ভারতী সংস্থার তরফ থেকে কোথায় ভারতের প্রথম “ওয়ার্ল্ড পিস সেন্টার' স্থাপন করা হল?
A.মীনাগাঁও
B.গাজিয়াবাদ
C.মুম্বাই
D.গুরুগ্রাম


Q5.ভারতে প্রথম সবুজ বিপ্লব ঘটে—
A.গুজরাটে
B.রাজস্থানে
C.উত্তরপ্রদেশে
D.পাঞ্জাবে


Q6.জাতীয় জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণাকে কতদিনের মধ্যে ভারতীয় সংসদে অনুমোদিত হতে হয়?
A.১ মাসের মধ্যে
B.৬ মাসের মধ্যে
C.৪ মাসের মধ্যে
D.২ মাসের মধ্যে


Q7.কোন ভারতীয় শহর ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা ধার্য করল?
A.হরিদ্বার
B.পুণে
C.মুম্বাই
D.গুরুগ্রাম


Q8.হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি কোন পরিবহণ ব্যবস্থার সঙ্গে জড়িত?
A.রজ্জু পথ
B.রেলপথ
C.বিমানপথ
D.সড়ক পথ


Q9.জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল—
A.কপাউত্তি
B.ওফারফিলিং
C.কম্পোস্টিং
D.ল্যান্ডফিলিং


Q10.ভারতের জাতীয় সংগীত- প্রথমবার গাওয়া হয়-
A.1911 সালে
B.1947 সালে
C.1901 সালে
D.1890 সালে


Q11.‘ট্রেন টু পাকিস্তান' গ্রন্থটি কে রচনা করেন?
A.হরি সিং
B.কুনওয়ার সিং
C.মুস্করাজ আনন্দ
D.খুশবন্ত সিং


Q12.এল নিনোর প্রভাব দেখা যায়-
A.সুমেরু মহাসাগরে
B.ভারত মহাসাগরে
C.আটলান্টিক মহাসাগরে
D.প্রশান্ত মহাসাগরে


Q13.কোন হরমোন প্রয়োগ করে জিনগত বামনত্ব দূর করা হয় ?
A.সাইটোকাইনিন
B.জিব্বেরেলিন
C.ভারনালিন
D.অক্সিন


Q14.রাইটার্স বিল্ডিং অভিযানে বিনয়-বাদল-দীনেশ হত্যা করেন—
A.ইন্সপেক্টর জেনারেল লোম্যানকে
B.পুলিশ সুপার হাডসনকে
C.কর্নেল কিংসফোর্ডকে
D.কর্নেল সিম্পসনকে


Q15.কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট স্থাপন করতে কিংবা কোনো একটি অধস্তন আদালতকে হাইকোর্টের মর্যাদায় উন্নীত করতে পারে-
A.পার্লামেন্ট
B.রাষ্ট্রপতি
C.রাজ্যসভা
D.লোকসভা


Q16.একটি নিরেট ধাতব বলের মধ্যে একটি গোলাকার গর্ত আছে।বলটিকে গরম করলে গর্তের আয়তন-
A.কমবে
B.বাড়বে
C.একই থাকবে
D.প্রথমে বাড়বে তারপর কমবে


Q17.পরিবেশে নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান উৎস হল-
A.নাইট্রিফিকেশন
B.অ্যামোনিফিকেশন
C.ডিঅ্যামোনিফিকেশন
D.ডিনাইট্রিফিকেশন


Q18.'ভার্নাকুলার লিটারেচার সোসাইটি' প্রতিষ্ঠিত হয়-
A.1850 খ্রিস্টাব্দে
B.1820 খ্রিস্টাব্দে
C.1812 খ্রিস্টাব্দে
D.1800 খ্রিস্টাব্দে


Q19.'হুতোম প্যাঁচার নক্শা'-র প্রথম ভাগ প্রকাশিত হয়—
A.১৮৬৩ খ্রিস্টাব্দে
B.১৮৬১ খ্রিস্টাব্দে
C.১৮৬২ খ্রিস্টাব্দে
D.১৮৬০ খ্রিস্টাব্দে


Q20.মদনমোহন মালব্যের উদ্যোগে 'যুক্তপ্রদেশ কিষানসভা' গড়ে ওঠে-
A.১৯১৯ খ্রিস্টাব্দে
B.১৯১৮ খ্রিস্টাব্দে
C.১৯২২ খ্রিস্টাব্দে
D.১৯১১ খ্রিস্টাব্দে


Q21.ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুর চাপ ____ সেমি পারদস্তম্ভের সঙ্গে সমান।
A.৭৫
B.৭৬
C.৭৯
D.৭৮


Q22.তরল যোগকলার উদাহরণ হল-
A.অ্যারিওলার কলা
B.পীততন্তুময় কলা
C.রক্ত
D.তরুণাস্থি কলা


Q23.সেন্ট্রাল রাইস রিসার্চ ইন্সটিটিউশন কোথায় অবস্থিত?
A.দেরাদুন
B.বেঙ্গালুরু
C.কটক
D.চেন্নাই


Q24.'মানুষ' হল একটি-
A.বিদেশি শব্দ
B.মিশ্র শব্দ
C.তৎসম শব্দ
D.তদ্ভব শব্দ


Q25.উত্তর গোলার্ধে সূর্যকে বড়ো দেখায়—
A.বসন্তকালে
B.শরৎকালে
C.গ্রীষ্মকালে
D.শীতকালে


Q26.'ব্লু ওয়াটার পলিসি'-র সঙ্গে সংযুক্ত কে?
A.রবার্ট ক্লাইভ
B.ডি আলমিডা
C.ডুপ্লেক্স
D.আলবুকার্ক


Q27.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের কাথেরি গ্রামে কোন এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন?
A.রাজধানী এক্সপ্রেসওয়ে
B.বাঘেলখণ্ড এক্সপ্রেসওয়ে
C.সারদা এক্সপ্রেসওয়ে
D.বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে


Q28.আইন অমান্য আন্দোলন কালে ধরসানা লবণ- গোলা অভিধানের নেতৃত্ব দেন–
A.দুর্গাবাঈ দেশমুখ
B.বিজয়লক্ষ্মী পণ্ডিত
C.সরোজিনী নাইডু 
D.কমলাদেবী চট্টোপাধ্যায়


Q29.' ভারতসভার ' প্রথম সভাপতি ছিলেন-
A.শিশিরকুমার ঘোষ
B.কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
C.সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
D.আনন্দমোহন বসু


Q30.পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী —
A.পজিট্রন
B.নিউট্রন
C.ইলেকট্রন
D.প্রোটন



উত্তর::
1.কেশবানন্দ ভারতী মামলায়✓
2.পঞ্চতন্ত্র✓
3.ভারত✓
4.গুরুগ্রাম✓
5.পাঞ্জাবে✓
6.১ মাসের মধ্যে✓
7.মুম্বাই✓
8.রেলপথ✓
9.কম্পোস্টিং✓
10.1911 সালে✓
11.খুশবন্ত সিং✓
12.প্রশান্ত মহাসাগরে✓
13.জিব্বেরেলিন✓
14.কর্নেল সিম্পসনকে✓
15.পার্লামেন্ট✓
16.বাড়বে✓
17.ডিনাইট্রিফিকেশন✓
18.1850 খ্রিস্টাব্দে✓
19.১৮৬২ খ্রিস্টাব্দে✓
20.১৯১৮ খ্রিস্টাব্দে✓
21.৭৬✓
22.রক্ত✓
23.কটক✓
24.তদ্ভব শব্দ✓
25.শীতকালে✓
26.ডি আলমিডা✓
27.বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে✓
28.সরোজিনী নাইডু✓
29.কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়✓
30.ইলেকট্রন✓



ধন্যবাদ সকলকে। আশাকরছি উপরের প্রশ্ন উত্তর গুলো সব পড়ে নিয়েছো। GK Practice Set Mock Test 2 ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। কোনো প্রশ্ন উত্তর ভুল থাকলে আমাদের কমেন্ট করে জানিও। সমস্ত পরীক্ষার জন্য নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে আমাদের ওয়েবসাইট ফলো করো।

No comments:

Post a Comment