Breaking


Saturday, December 3, 2022

নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন || Change Sentences According To Instructions||

 

:: নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন ::

নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন || Change Sentences According To Instructions||



প্রিয় পরীক্ষার্থী, 
আসন্ন পরীক্ষায় নিজেদের প্রস্তুত করতে আজকের টেস্টটি দাও। নির্দেশ অনুসারে বাক্য গুলো পরিবর্তন করো এবং কত স্কোর করলে আমাদের কমেন্ট করে জানাও।


1.কিন্তু সেখানে কাণ্ডটা কী হইতেছে সেটা জানা চাই। (সরল বাক্যে)


2.তাহাদের পরস্পরের মধ্যে একটা রাস্তা থাকা চাই। (জটিল বাক্যে)


3.ভাবনার জন্যই ভাবনা হয়।(অনুজ্ঞাসূচক বাক্যে)


4.ছড়িয়ে থেকো না । (নির্দেশক বাক্যে)


5.তোমাদের চলার পথ বাধামুক্ত হবে এটাই

 কাম্য । (প্রার্থনাসূচক বাক্যে)


6.সাঁতার জানলে আর ভয় নেই।

(আবেগসূচক বাক্যে)


7.যদি আমি তুমি কবিতা লিখিতে অভ্যাস করি, তাহা হইলে কি কালিদাস হইতে পারিব?

(যৌগিক বাক্যে)


8.কী সর্বনাশ ঘটিল। (নির্দেশক বাক্যে)


9.ধর্মজীবনের ব্যাপ্তি সামাজিক জীবনে ছড়িয়ে না পড়লে তার মূল্যই বা কতটুকু? (জটিল বাক্যে)


10.তুমি যা বলছ, তা আমার কাছে সোনার পাথরবাটি। (সরল বাক্যে)


11.যদিও সবাই চলে গেছে, তবুও আমি যাইনি। (যৌগিক বাক্যে)


12.এদিক-ওদিক না তাকিয়ে নিজের কাজটা করো। (যৌগিক বাক্যে)


13.যদি একথা না শোনো, বিপদে পড়বে। 
(সরল বাক্যে)


14.তোমার মনে যে এই ছিল, তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। (সরল বাক্যে)


15.আমি সবই জানি, কিন্তু জেনেই বা কী ফল? (জটিল বাক্যে)


16.একটা গোরু আছে ওদের, টোলের পিছনের মাঠে চরে সে। (সরল বাক্যে)

17.সঙ্গে সঙ্গে করে দেখিয়েও দিল, কী খাসা কাজের হাত তার। (নির্দেশক বাক্যে)

19.জায়গাটা খুবই সুন্দর। (আবেগসূচক বাক্যে)

20.ব্যস্, আর কোনো ভয় নেই। (প্রশ্নসূচক বাক্যে)

18.সে তো সারাক্ষণ তোমার হাতে হাতে কাজ করে দেয়। (প্রশ্নসূচক বাক্যে)


21.তার কি আর এখানে ভালো লাগে? (নির্দেশক বাক্যে)


22.সে বুঝি লোক ভালো নয়? (অস্ত্যর্থক বাক্যে)

23.নৌকা পার হতে পারলে তবেই বিপদ থেকে মুক্তি। (নঞর্থক বাক্যে)

24. এক বর্ষার পর থেকে পরের বর্ষা অবধি জল কোথায় পাওয়া যাবে? (নির্দেশক বাক্যে)


25. দুষ্টুমি না থামালে জিনিস ফেরত পাবে না। (অস্ত্যর্থক বাক্যে)

26.একবার শুনলেই খেস্তি সব মনে রাখে। (নঞর্থক বাক্যে)

27.মহামারি না কি, জানতাম না তো! (নির্দেশক বাক্যে)

28.পাঠাইব রামানুজে শমন-ভবনে। (জটিল বাক্যে)


29.লেখাপড়া শেখাই সেই রাস্তা। (প্রশ্নসূচক বাক্যে)

30.বাংলার মুখ আমি দেখিয়াছি। (জটিল বাক্যে)




উত্তর::


1.কিন্তু সেখানে হয়ে চলা কাণ্ডটা জানা চাই ।

2.তাহাদের পরস্পরের মধ্যে যা থাকা চাই, তা হল একটি রাস্তা।

3.ভাবনার জন্য ভাবো।

4.ছড়িয়ে না থাকতে বলা হচ্ছে।

5.কামনা করি, তোমাদের চলার পথ বাধামুক্ত হোক ।

6.সাঁতার জানলে তো আর ভয়ই নেই!

7.আমি তুমি কবিতা লিখিতে অভ্যাস করিতে পারি, কিন্তু কালিদাস হইতে পারিব কি?

8.বড়ো সর্বনাশ ঘটিল।

9.ধর্মজীবনের ব্যাপ্তি যদি সামাজিক জীবনে ছড়িয়ে না পড়ে, তবে তার মূল্যই বা কতটুকু?

10.এদিক-ওদিক তাকিয়ো না, বরং নিজের কাজটা করো ।

11.সবাই চলে গেছে, কিন্তু আমি যাইনি ।

12.এদিক-ওদিক তাকিয়ো না, বরং নিজের কাজটা করো ।

13.একথা না শুনলে বিপদে পড়বে।

14.তোমার মনের এই কথা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি।

15.যদিও আমি সবই জানি, তবু জেনেই বা কী ফল?

16.ওদের গোরুটা টোলের পিছনের মাঠে চরে।

17.তার কাজের হাত যে খুব খাসা, তা সঙ্গে সঙ্গে করে দেখিয়েও দিল।

18.সে সারাক্ষণই তোমার হাতে হাতে কাজ করে দেয় না কি?

19.জায়গাটা কী সুন্দর!

20.ব্যস্, আর কীসের ভয়?

21.তার এখানে আর ভালো লাগে না ।

22.সে বুঝি খারাপ লোক?

23.নৌকা পার না হতে পারলে বিপদ থেকে মুক্তি নেই।

24.এক বর্ষার পর থেকে পরের বর্ষা অবধি জল কোথায় পাওয়া যাবে কেউ জানে না ।

25.দুষ্টুমি থামালে তবেই জিনিস ফেরত পাবে।

26.একবার শুনলে খেন্তি আর কিছু ভোলে না।

27.মহামারি যে হয়েছে, তা জানতাম না ।

28.রামের যে অনুজ, তারে শমন-ভবনে পাঠাইব।

29.লেখাপড়া শেখাই কি সেই রাস্তা নয়?

30.যাহা বাংলার মুখ, তাহা আমি দেখিয়াছি ।



ধন্যবাদ সবাইকে। আশাকরি নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন বা Change Sentence According To Instructions আপনাদের ভালো লেগেছে। আরও নতুন ধরনের তথ্য গুলো পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।

2 comments:

  1. সৌম্যজ্যোতি দাসJune 28, 2023 at 11:05 AM

    খুব ভালো প্রশ্নোওর

    ReplyDelete