Breaking


Tuesday, February 14, 2023

সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || General Science Question Answer ||

 
:: General Science ::

সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || General Science Question Answer ||



নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। General Science Question Answer 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ANM GNM, SLST, KP, WBCS, WBP এছাড়া সমস্ত পরীক্ষা গুলোতে বিজ্ঞান একটি গুরত্বপূর্ণ বিষয়। সুতরাং দেরি না করে, আপকামিং এক্সাম গুলোতে নিজেদেরকে সঠিক ভাবে প্রস্তুত করতে প্রশ্ন উত্তরগুলি তাড়াতাড়ি দেখে নাও। 


Q1. ডাইনামিক থিওরি সূত্রের আবিষ্কর্তা হলেন কোন বিজ্ঞানী?
 A.পাস্কেল
 B.কেলভিন
 C.বয়েল
 D.হুক
 উত্তর:- কেলভিন।


 Q2. SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো   কুলম্ব। কোন বিজ্ঞানীর নাম অনুসারে এই   এককটির নামকরণ হয়?
 A.কুলম্বের নামানুসরে
 B.টরিসেলির নামানুসারে
 C.চার্লসের নামানুসারে
 D.হোপের নামানুসারে
 উত্তর:- কুলম্বের নামানুসরে।


 Q3. কত সালে ডালটনের পারমাণবিক তত্ত্বটি   প্রকাশিত হয়?
 A.1800 সালে
 B.1801 সালে
 C.1802 সালে
 D.1803 সালে
 উত্তর:- 1803 সালে।


 Q4. সালফারের সাধারণ নাম হলো কী?
 A.ব্রিমস্টন
 B.নাইটার
 C.ওলিয়াম
 D.রুজ
 উত্তর:- ব্রিমস্টন।


 Q5. কোনটি কাঁচ প্রস্তুতি তে ব্যাবহার করা হয়?
 A.লেড ক্রমেট
 B.জিঙ্ক অক্সাইড
 C.সিলিকন ডাইঅক্সাইড
 D.জিঙ্ক সালসাইড
 উত্তর:- সিলিকন ডাইঅক্সাইড।


 Q6. ভারী জলের রাসায়নিক নাম কী?
 A.সোদক সোডিয়াম
 B.জয়েটেরিয়াম হাইড্রাইড 
 C.সিলভার ক্লোরাইড
 D.ক্যালসিয়াম হাইড্রাইড
 উত্তর:- জয়েটেরিয়াম হাইড্রাইড।


 Q7. সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম মৌল গুলোর আবিষ্কর্তা কোন   বিজ্ঞানী?
 A.জোয়ান গান
 B.উইলিয়াম গ্রেগর
 C.জর্জ ব্র্যান্ড
 D.স্যার হামফ্রে ডেভি
উত্তর:- স্যার হামফ্রে ডেভি।


 Q8. পোলোনিয়াম, রেডিয়াম মৌল দুটির   আবিষ্কারক কে?
 A.এফ ই ডরন
 B.পিয়েরি এবং এম কুরী
 C.ই. সিগার এবং অন্যান্য
 D.ইম. পেরি
 উত্তর:- পিয়েরি এবং এম কুরী।


 Q9. মানুষের চোখ কত সেমি. দূরের বস্তুকে   দেখতে সক্ষম?
 A.৪৫ সেমি.
 B.৩৫ সেমি.
 C.২৫ সেমি.
 D.১৫ সেমি.
 উত্তর:- ২৫ সেমি.।


 Q10. পাঞ্চিং মেশিন কোন শ্রেণীর লিভার?
 A.প্রথম
 B.দ্বিতীয়
 C.তৃতীয়
 D.কোনোটিই নয়
 উত্তর:- দ্বিতীয়।


 Q11. কত সালে হায়দ্রাবাদে নিউক্লিয়ার ফ্লুয়েল   কমপ্লেক্স স্থাপিত হয়েছে?
 A.৩১ ডিসেম্বর, ১৯৬৮
 B.৩১ জানুয়ারি, ১৯৬৮
 C.১২ মার্চ, ১৯৬৯
 D.১২ মার্চ, ১৯৬৭
 উত্তর:- ৩১ ডিসেম্বর, ১৯৬৮।


 Q12. ভারত P-5 দলে যোগদান করেছিল কত   সালে?
 A.১২ এপ্রিল, ১৯৯০
 B.১৫ আগস্ট, ১৯৪৭
 C.১১ মে, ১৯৯৮
 D.২৫ জুন, ১৯৯৯
 উত্তর:- ১১ মে, ১৯৯৮।


 Q13. কত ডিগ্রী উষ্ণতায় তরল হাইড্রোজেন   ফুটে উঠে?
 A.৩০৫°C
 B.২৫৩°C
 C.২৪৫°C
 D.১৮০°C
 উত্তর:- ২৫৩°C।


 Q14. কোন উষ্ণতায় স্টীল গলে ওঠে?
 A.৯০০-১০০০°C
 B.১০০০-১২০০°C
 C.১২০০-১৩০০°C
 D.১৩০০-১৪০০°C
 উত্তর:- ১৩০০-১৪০০°C।


 Q15. ৬১°C উষ্ণতায় কোন পদার্থটি ফুটে ওঠে?
 A.ইথার
 B.ক্লোরোফর্ম 
 C.পারদ
 D.জল
 উত্তর:- ক্লোরোফর্ম।


 Q16. এক নটিক্যাল মাইল মানে কত ফুট হবে?
 A.৬,০৮০ ফুট
 B.৭,৬২০ ফুট
 C.৬,১২৫ ফুট
 D.৭,২০৩ ফুট
 উত্তর:- ৬,০৮০ ফুট।


 Q17. কোন মৌলটির কোনো আইসোটোপ নেই?
 A.লিথিয়াম
 B.ম্যাগনেসিয়াম
 C.সোডিয়াম
 D.পটাসিয়াম
 উত্তর:- সোডিয়াম।


 Q18. যে হাইড্রোজেন গুলোর ভর সংখ্যা তিন,   তাদের   কী বলে?
 A.সিরিয়াম
 B.ট্রিটিয়াম
 C.ট্রায়াল
 D.ট্রাইটিয়াম
 উত্তর:- ট্রাইটিয়াম।


 Q19. বিশ্বে হীরে সবচেয়ে কঠিন বস্তু কিন্তু   হীরের  পরে বিশ্বে সবচেয়ে কঠিন বস্তু কোনটি?
 A.করানডাম
 B.কয়লা
 C.পাথর
 D.বিটুমিনাস
 উত্তর:- করানডাম।


 Q20. কবে সর্বপ্রথম মানুষ মহাকাশে পাড়ি দিয়েছিল?
 A.১৯৬১ সালের ১২ এপ্রিল
 B.১৯৬২ সালের ১২ এপ্রিল
 C.১৯৬৩ সালের ১২ এপ্রিল
 D.১৯৬৪ সালের ১২ এপ্রিল
 উত্তর:- ১৯৬১ সালের ১২ এপ্রিল।


 Q21. হামফ্রে ডেভিকে কী আবিষ্কারের জন্য '   খনি শ্রমিকের বন্ধু ' বলা হয়?
 A.সেফটি কার
 B.সেফটি ল্যাম্প
 C.সেফটি টচ
 D.সেফটি ট্যাংক
 উত্তর:- সেফটি ল্যাম্প।


 Q22. কত সালে আলফ্রেড নোবেল জন্মগ্রহণ   করেছিলেন?
 A.২১ শে এপ্রিল ১৮৪৩
 B.২১ শে এপ্রিল ১৮২৩
 C.২১ শে এপ্রিল ১৮৩৩
 D.২১ শে এপ্রিল ১৮৫৩
 উত্তর:- ২১ শে এপ্রিল ১৮৩৩।


 Q23. প্রথমে অর্থনীতিতে নোবেল দেওয়া হত   না,  কবে থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া   শুরু  হয়?
 A.১৯৬৮ সাল থেকে
 B.১৯৬৯ সাল থেকে
 C.১৯৭০ সাল থেকে
 D.১৯৭১ সাল থেকে
 উত্তর:- ১৯৬৮ সাল থেকে।


 Q24. কোন বিজ্ঞানী প্রথম ক্লোরিন আবিষ্কার   করেন?
 A.পিয়ের
 B.শীলি
 C.ভেসালিয়াস
 D.ডোলিন
 উত্তর:- শীলি।


 Q25. নাবিকদের কম্পাস যন্ত্রে কয়টি বিন্দু   থাকে?
 A.৪০ টি
 B.৩৬ টি
 C.৩৪ টি
 D.৩২ টি
 উত্তর:- ৩২ টি।



ধন্যবাদ সকলকে। আশাকরছি উপরের General Science Question Answer গুলো সব পড়ে নিয়েছো। ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। কোনো প্রশ্ন উত্তর ভুল থাকলে আমাদের কমেন্ট করে জানিও। সমস্ত পরীক্ষার জন্য নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে আমাদের ওয়েবসাইট ফলো করো।

No comments:

Post a Comment