Breaking


Sunday, March 24, 2024

ভারতের প্রধানমন্ত্রীদের সময়কালে উল্লেখযোগ্য ঘটনাবলী ||

ভারতের প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রীদের সময়কালে উল্লেখযোগ্য ঘটনাবলী || 

 আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতের প্রধানমন্ত্রীদের সময়কালে উল্লেখযোগ্য ঘটনাবলী। প্রধানমন্ত্রী সরকার প্রধান এবং মন্ত্রী পরিষদের নেতা। যে রাজনৈতিক দলটি একটি সাধারণ নির্বাচনে জয়ী হয় এবং তাদের মধ্যে একজন প্রার্থীকে ভারতীয় প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করার পর তিনি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম এবং সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী। এরপর ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী পদটি শুরু হয় বা প্রথম প্রধানমন্ত্রী নিযুক্ত হন 1947 সালে। 2024 সালে (বর্তমানে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় প্রজাতন্ত্রে রাষ্ট্রপতি দেশের (নামসর্বস্ব শাসক) সাংবিধানিক প্রধান হলেও রাষ্ট্র পরিচালনায় সর্বময় কর্তৃত্ব প্রধানমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকে। বিভিন্ন প্রধানমন্ত্রীর সময়ে ভারতে উল্লেখযোগ্য ঘটনাবলী ঘটেছে। ভারতের প্রধানমন্ত্রী দের সময়কালে উল্লেখযোগ্য ঘটনা গুলো নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো -


ভারতের প্রধানমন্ত্রী
Image source by pinterest.com

• জওহরলাল নেহরু (1947-64)

∆উল্লেখযোগ্য ঘটনাবলী::

প্রথম ভারত-পাক যুদ্ধ (1948), প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা (1951), দিল্লিতে প্রথম এশিয়ান গেমস্-এর সূচনা (1951), প্রথম জনগণনা (1951), ভারত-চিন পঞ্চশীল চুক্তি, পোর্তুগিজ কবল থেকে গোয়ার মুক্তি, ভারতের রাজস্থানে প্রথম পঞ্চায়েতী ব্যবস্থার প্রবর্তন করেন (1959), চিনের ভারত আক্রমণ (1962) ফলে প্রথমবার দেশে জাতীয় জরুরি অবস্থার ঘোষণা।


ভারতের প্রধানমন্ত্রী
Image source by peakpx.com

•লাল বাহাদুর শাস্ত্রী (1964-66)

∆উল্লেখযোগ্য ঘটনাবলী::

ভারত-পাক যুদ্ধ (1965), ভারত-পাক তাসখন্দ চুক্তি (1966)।


ভারতের প্রধানমন্ত্রী
Image source by pinterest.com

•ইন্দিরা গান্ধি (1966-77)

∆উল্লেখযোগ্য ঘটনাবলী::

সরকারি ব্যাঙ্ক জাতীয়করণ (1969), ভারত-পাক যুদ্ধ ও বাংলাদেশের সৃষ্টি (1971) এবং জাতী জরুরি অবস্থা ঘোষণা, ভারত-পাক সিমলা চুক্তি (1972), পোখরানে পরমাণু। বোমার পরীক্ষামূলৎ বিস্ফোরণ (1974), আর্যভট্ট মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে ভারতের মহাকার অভিযানের কালা (1975), গরিবী হটাও স্লোগান, দেশে জরুরি অবস্থা ঘোষণা (1975)।


ভারতের প্রধানমন্ত্রী
Image source by wikipedia.org

• মোরারজি দেশাই (1977-79)

∆উল্লেখযোগ্য ঘটনাবলী::

রোলিং প্ল্যান-এর সৃষ্টি (1978-80), প্রধানমন্ত্রীর দপ্তর গঠন (1977)।


• ইন্দিরা গান্ধি (1980-84)

∆উল্লেখযোগ্য ঘটনাবলী::

কালপক্কম-এ প্রথম আণবিক বিদ্যুৎকেন্দ্র গঠিত (1983), কপিল দেবের নেতৃত্বে ভারতের প্রথম একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেট জয় (1983), রাকেশ শর্মার মহাকাশ যাত্রা (1984), প্রথম ভারতীয় মহিলা হিসেবে বাচেন্দ্রী পালের এভারেস্ট শৃঙ্গ জয় (1984), ভূপালের গ্যাস দুর্ঘটনা (1984)।


ভারতের প্রধানমন্ত্রী
Image source by pmindia.gov.in

• রাজীব গান্ধি (1984-89)

∆উল্লেখযোগ্য ঘটনাবলী::

দলত্যাগ বিরোধী বিল পাস, সরকারি কাজে সপ্তাহে 5 দিন কর্মদিবস এবং শনি ও রবিবার ছুটি হিসেবে ঘোষণা (1985), পাঞ্জাব চুক্তি (সরকার-অকালি দল, 1985), ৬১তম সংবিধানসংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়সসীমা ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয় (1989)


ভারতের প্রধানমন্ত্রী
Image source by pmindia.gov.in

• বিশ্বনাথ প্রতাপ সিং (1989-90)

∆উল্লেখযোগ্য ঘটনাবলী::

মণ্ডল কমিশনের রূপায়ণ (1990)।


ভারতের প্রধানমন্ত্রী
Image source by pmindia.gov.in

• চন্দ্রশেখর (1990-91)

∆উল্লেখযোগ্য ঘটনাবলী::

রাজীব গান্ধি আততায়ীর বোমা বিস্ফোরণে নিহত হন (1991)।


ভারতের প্রধানমন্ত্রী
Image source by wikipedia.org

• পি ভি নরসিমা রাও (1991-96)

∆উল্লেখযোগ্য ঘটনাবলী::

ভারতে অর্থনৈতিক উদারীকরণের জনক (1991), বাবরি মসজিদ ধুলিসাৎ (1992), সরকারি চাকরিতে ওবিসি-দের সংরক্ষণ চালু (1993), পঞ্চায়েতি রাজ সারাদেশে চালু (1994)।


ভারতের প্রধানমন্ত্রী
Image source by pmindia.gov.in

• এইচ ডি দেবগৌড়া (1996-97)

∆উল্লেখযোগ্য ঘটনাবলী::

ভারত-বাংলাদেশ জল চুক্তি স্বাক্ষরিত (1996)।


ভারতের প্রধানমন্ত্রী
Image source by pmindia.gov.in

•অটলবিহারী বাজপেয়ী (1998-2004)

∆উল্লেখযোগ্য ঘটনাবলী::

ভারত-পাক কার্গিল যুদ্ধ (1999), দিল্লি-লাহোর বাস পরিষেবা চালু (1999), সংসদে জঙ্গি হানা (2001), স্বর্ণ চতুর্ভুজ সড়ক প্রকল্প, কল্পনা চাওলার মহাকাশ থেকে ফেরার পথে মৃত্যু (2003)।


ভারতের প্রধানমন্ত্রী
Image source by pmindia.gov.in

• ড. মনমোহন সিং (2004-2009)

∆উল্লেখযোগ্য ঘটনাবলী::

ভয়ঙ্কর সুনামি ঝড় (2004), ভারত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী (2007),ভারত-আমেরিকা অসামরিক পরমাণু চুক্তি (2008)।

• ড. মনমোহন সিং (2009-2014)

∆উল্লেখযোগ্য ঘটনাবলী::

রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মবার্ষিকী পালন, টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারি, কয়লার ব্লক বণ্টন বেনিয়ম, কমনওয়েলথ কেলেঙ্কারী, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ।



ভারতের প্রধানমন্ত্রী
Image source by wallpapers.com

• নরেন্দ্র মোদী (2014-বর্তমান)

∆উল্লেখযোগ্য ঘটনাবলী::

ভারতের যোজনা কমিশনের পরিবর্তে গঠিত হল নতুন সংস্থা 'নীতি আয়োগ' (ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া), ২০১৫ সালের ২১ জুন পালিত হল 'আন্তর্জাতিক যোগ দিবস'। কালো টাকা বাতিল করতে ২০১৬ সালে নিয়ম করলেন ১০০০ টাকা ও ৫০০ নোটের বিমুদ্রাকরণ। বাংলাদেশের সঙ্গে ছিটমহল চুক্তি। ২০১৭ সালে কর ব্যবস্থা জিএসটি চালু হয়। ২০১৮ সালে তিন তালাক বিল পাশ। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের ৩৭০ ও ৩৫এ ধারা বাতিল। ২০২০ সালে বিশ্বসহ ভারতে করোনা মহামারি হয়। ২৪ মার্চ রাত ৮টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেন। এছাড়া উত্তরভারতে পঙ্গপাল, অরুণাচল প্রদেশে আফ্রিকান সোয়াইন ফ্লু ফিভার, উত্তরাখন্ডে দাবানল ইত্যাদি বিপর্যয় ঘটে। উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের ভিত পুজো হয়।

আশাকরি উপরের দেওয়া ভারতের প্রধানমন্ত্রীদের সময়কালে উল্লেখযোগ্য ঘটনাবলী তথ্যটি পড়ে নিয়েছো। একনজরে দেখে নিলাম ভারতের প্রধানমন্ত্রীদের সময়কালে উল্লেখযোগ্য ঘটনা গুলো। এই ঘটনা গুলি ভারতের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের তথ্যটি ভারতের প্রধানমন্ত্রীদের সময়কালে রাজনৈতিক ঘটনা গুলি জানা। পড়াশোনার বিষয়ে সব ধরনের তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করো। আজকের তথ্য গুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো।

No comments:

Post a Comment