Breaking


Wednesday, November 16, 2022

জীবন বিজ্ঞানের গুরত্বপূর্ণ প্রশ্ন উত্তর।। Biology Practice Set - 1।। ANM GNM, KP, WBP

 
Biology Practice Set 

জীবন বিজ্ঞানের গুরত্বপূর্ণ প্রশ্ন উত্তর।। Biology Practice Set - 1।। ANM GNM, KP, WBP



প্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সাথে শেয়ার করলাম Biology Practice Set । আপকামিং পরীক্ষা গুলো কে মাথায় রেখে Biology Practice Set বানানো হয়েছে। গুরত্বপূর্ণ প্রশ্ন গুলো বিগত পরীক্ষায় এসেছে। Biology Test তে তুমি কত স্কোর করলে আমাদের জানাও।



Q1. DNA পর্যায়ক্রম আবিষ্কার করেন—

A.এইচ জে‌ খোরানা
B.ওয়াটসন ও ক্রিক
C.ফ্রেডারিক সেজ্ঞার
D.ই এম সাজানো


Q2.এন্ডোপ্লাজমিকরেটিকিউলামের গায়ে উপস্থিত কোশীয় অঙ্গাণুটি হল—

(A) রাইবোজোম
(B) লাইসোজোম
(C) গলগি বডিস
(D) প্লাসটিড


Q3.স্ফীতকন্দ টিউবার হল—

(A) আলু
(B) পেঁয়াজ
(C) আদা
(D) ওল


Q4.'ডাইনোসৌরিয়া' শব্দটি কে ব্যবহার করেন?

(A) ওয়েন
(B) ল্যামার্ক
(C) গ্যালেন
(D) ওয়াল্টার


Q5. স্নেহপদার্থের ক্ষেত্রে রেসপিরেটরি কোশেন্টের মান কত?

(A) 1
(B) 0.7
(C) 0.9
(D) 4.5


Q6.ভিটামিন A -র অভাবে কোন্ রোগ হয়?

(A) রাতকানা
(B) চুলপড়া
(C) জিভে ঘা 
(D) আমাশয়


Q7. হৃৎপেশি কখনো ক্লান্ত হয় না, কারণ—

(A) কোশগুলি ইন্টারক্যালেটেড-ডিস্ক দ্বারা পরস্পর সংযুক্ত
(B) অসংখ্য মাইটোকনড্রিয়ার উপস্থিতি
 (C) অ্যাকটিন অধিক পরিমাণে থাকে 
 (D) মায়োসিন অধিক পরিমাণে থাকে


 Q8. আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায়—

(A) ডাটুরিন 
(B) মরফিন
(C) অ্যাট্রোপিন 
(D) নিকোটিন


Q9.কোনটি প্রতিবর্ত ক্রিয়া নয়–

(A) লালাক্ষরণ
 (B) চোখ খোলা ও বন্ধ হওয়া
(C) শিশুর হাঁটতে শেখা
(D)ঘর্মক্ষরণ


Q10. ইস্ট্রোজেন ক্ষরিত হয়—

 (A) গ্রাফিয়ান ফলিকল থেকে
(B) করপাস লিউটিয়াম থেকে
(C) লেডিগের আন্তরকোশ থেকে 
(D) উপরের কোনোটিই নয়


Q11.আর্কিওপটেরিক্স কার জীবাশ্ম?

(A) পাখি
(B) হাতি
(C) গাছ
(D) মানুষ


 Q12.শীতের দেশে স্তন্যপায়ীদের কান, ল্যাজ এবং পা ছোটো হয়। একে বলে

(A) বার্গম্যানের নিয়ম
 (B) অ্যালেনের নিয়ম
(C) ব্লগারের নিয়ম
(D) লিন্ডেম্যানের নিয়ম


Q13. ম্যালেরিয়া রোগ বিস্তারে মশার ভূমিকা সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যাদেন–

(A) এডওয়ার্ড জেনার
(B) লুই পাস্তুর
(C) রোনাল্ড রস
(D) রবার্টসন


Q14. নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে কোন দশায়?

(A) প্রোফেজ
(B) অ্যানাফেজ
(C) মেটাফেজ
(D) টেলোফেজ


Q15.কোন উদ্ভিদের সস্য (এন্ডোস্পার্ম) থেকে তেল পাওয়া যায়—

(A) চিনাবাদাম
 (B) সর্ষে
(C) নারকেল
(D) তিল


Q16.পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যবস্তুকে বলে—

(A) কাল
 (B) মিলে
(C) কাইম
(D) ভিলাস


Q17.দেহে প্রবিষ্ট জীবাণুদের বলা হয়—

(A) গ্লোবিউলিন
(B) অ্যান্টিবডি
(C) অ্যান্টিজেন
(D) সিরাম


Q18.শামুকের গমনকে বলে—

(A) কিপিং
(B) গ্লাইডিং
(C) লুপিং
(D) সমারসল্টিং


Q19. তার্পিন তেল হল একপ্রকার ---- 

(A)গদ
(B) রজন
(C) তরুক্ষীর
(D) উপক্ষার


Q20. ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষ হলো ?

(A)মেরিহিপ্পাস
(B) ইউহিপ্পাস
(C) মেসোহিপ্পাস
(D) মনোহিপ্পাস


Q21.মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম কী ?

(A)বৃক্ক
(B) যকৃৎ
(C) মূত্রথলী
(D) হৃৎপিণ্ড


Q22.এদের মধ্যে কোনটি রক্ততঞ্চনে সাহায্য করে?

(A)ভিটামিন C
(B) ভিটামিন B
(C) ভিটামিন K
(D) ভিটামিন A


Q23.দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য?

(A)ফ্যাট
(B)প্রোটিন
(C)ভিটামিন
(D) কার্বোহাইড্রেট 


Q24.কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়?

(A)ভিটামিন A
(B) ভিটামিন D
(C) ভিটামিন C
(D) ভিটামিন P


Q25.সুষম খাদ্যের উপাদান কয়টি?

(A)৩টি
(B) ৪টি
(C) ৫টি
(D) ৬ টি


Q26.মানুষের বৃক্কের রং কি?

(A)লাল
(B)কালচে বাদামি
(C)কালো
(D)কালচে লাল


Q27.টাইফয়েড ও কলেরা কোন ধরনের রোগ?

(A)বংশগত
(B) ছোঁয়াচে
(C)জল বাহিত
(D)ভাইরাস


Q28.ক্লোরোফিলবিহীন একটি উদ্ভিদ কোনটি?

(A)আম
(B)ধান
(C)স্বর্ণলতা
(D)গম


Q29.পেপসিন হলো এক ধরনের -

(A)এনজাইম
(B)অনুঘটক
(C)হরমোন
(D)ভিটামিন


Q30.অনুচক্রিকার গড় আয়ু কত দিন?
(A)20
(B)10
(C)100-120
(D)5-9


উত্তর:: 1.[B], 2.[A], 3.[A], 4.[A], 5.[B], 6.[A], 7.[B], 8.[B], 9.[D], 10.[A], 11.[A], 12.[B], 13.[C], 14.[D], 15.[C], 16.[C], 17.[C], 18.[B], 19.[B], 20.[B], 21.[B], 22.[C], 23.[B], 24.[C], 25.[D] 26.[B],  27.[C],  28.[C],  29.[A],  30.[D] 



ধন্যবাদ সকলকে, উপরের দেওয়া করে Biology Practice Set ফেলেছ। Biology Practice Set ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আরও Biology Test দিতে আমাদের ওয়েবসাইট ফলো করো।

No comments:

Post a Comment