Breaking


Sunday, November 27, 2022

শব্দ তরঙ্গ || শব্দ সম্পর্কিত কিছু প্রশ্ন|| Answer Short Questions About Sound||



:: শব্দ :: (Sound)

শব্দ তরঙ্গ || শব্দ সম্পর্কিত কিছু প্রশ্ন|| Answer Short Questions About Sound|| 



নমস্কার, আশাকরি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে Answer Short Questions About Sound বা শব্দ সম্পর্কিত কিছু প্রশ্ন শেয়ার করে নিলাম। আপকামিং এক্সাম গুলোতে Sound  টপিকটি গুরত্বপূর্ণ। সুতরাং দেরী না করে প্রশ্ন উত্তর গুলো দেখে নাও।



1. আমরা কীরকম শব্দ কানে শুনতে পাই ?
Ans. শ্রুতিগোচর শব্দ।


2. শব্দের প্রতিফলন বা প্রতিসরণ ঘটে কি?
Ans. হ্যাঁ, ঘটে।


3. শব্দের কম্পনসংখ্যা সেকেন্ডে 20 বারের কম হলে তাকে কী শব্দ বলে?
Ans. শব্দেতর শব্দ।


4. শব্দ শোনার জন্য কী প্রয়োজন?
Ans. কম্পনশীল বস্তু।


5. শব্দের উৎসকে কী বলে ?
Ans. স্বনক। 


6. শব্দের কম্পন সংখ্যা সেকেন্ডে 20,000 বারের বেশি হলে তাকে কীরকম শব্দ বলে?
Ans. শব্দোত্তর শব্দ।


7. শব্দতরঙ্গের প্রকৃতি কী?
 Ans. শব্দ স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ।


8. শ্রুতিসীমা কাকে বলে?
 Ans. কম্পনের যে সীমারেখার শব্দ আমরা শুনতে পাই তাকে শ্রুতিসীমা বলে।


9. শব্দ কোন্ কোন্ মাধ্যমের মধ্যে দিয়ে সঞ্চালিত
হতে পারে? 
Ans. কঠিন, তরল ও গ্যাসীয়।


10. চাঁদে কোনো বিস্ফোরণ হলে তা আমরা
পৃথিবীতে শুনতে পাই না কেন?
Ans. চাঁদ ও পৃথিবীর মধ্যে কোনো জড় মাধ্যমের সংযোগ নেই বলে শব্দ চাঁদ থেকে পৃথিবীতে এসে পৌঁছোয় না।


 11. তরলের ভিতর দিয়ে শব্দ সঞ্চালিত হয়। একটি উদাহরণ দাও।
Ans. বৃষ্টির সময় পুকুরে ডুব দিলে বৃষ্টি পড়ার শব্দ পরিষ্কার শোনা যায়।


12. কঠিনের ভিতর দিয়ে শব্দ সঞ্চালিত হয়। একটি উদাহরণ দাও। 
Ans. রেললাইনে কান পাতলে দূর থেকে ট্রেন আসার শব্দ শোনা যায়।


 13. শব্দের কম্পাঙ্কের একক কী ?
Ans. সাইকেলস প্রতি সেকেন্ড বা হার্ৎজ (Hz)। 


14. একটি সুরশলাকার কম্পাঙ্ক 256' বলতে কী
বোঝায় ?
Ans. সুরশলাকার 1টি বাহু সেকেন্ডে 256 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে।


15. cps কীসের একক?
Ans. কম্পাঙ্কের একক।


16. স্বাভাবিক কম্পনের একটি উদাহরণ দাও। 
Ans. কাঁসার ঘণ্টায় আঘাত করা হল।


17. স্বাভাবিক কম্পনে শক্তির ক্ষয় হয় কীভাবে?
 Ans. বায়ুর বাধা, ঘর্ষণ ইত্যাদি কারণে।


18. এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে?
Ans. তরঙ্গবেগ ।


19. পরবশ কম্পনের উদাহরণ দাও । 
Ans. কম্পমান সুরশলাকার দণ্ড টেবিলের ওপর চেপে ধরলে শব্দ জোরে শোনায়।


20. শব্দের প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ কী?
Ans. সমুদ্রের গভীরতা মাপা যায়।


21. গিটার, সেতার, বেহালা প্রভৃতি বাদ্যযন্ত্রে কোন ধরনের কম্পন ঘটে?
Ans. পরবশ কম্পন।


22. স্বাভাবিক কম্পনে শুধুমাত্র যে বলটি কাজ করে তার নাম কী ?
Ans. প্রত্যানয়ক বল (Restoring force).


23. অবতল প্রতিফলক কোথায় রাখা হয় ?
Ans. বড়ো হলঘরে বক্তৃতা শোনার জন্য।


24. শব্দের প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হয় এরূপ যন্ত্রের নাম লেখো।
Ans. স্পিকিং টিউব, গ্রামোফোনের চোং ইত্যাদি।


25. সাধারণ ঘরে কথা বললে শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন?
Ans. সাধারণ ঘরের দুই দেয়াল 16.6 মিটারের থেকে কম হয় বলে।


26. উপসুর কাকে বলে?
Ans. মূলসুর ছাড়া স্বরে উপস্থিত অন্যান্য সুরগুলিকে উপসুর বলে।


27. সমমেল কী?
Ans. স্বরের মধ্যে যে উপসুরগুলির কম্পাঙ্ক মূলসুরের কম্পাঙ্কের সরল গুণিতক তাদের সমমেল বলে।


28. সুরযুক্ত শব্দের একটি উদাহরণ দাও।
Ans. সেতারের শব্দ।


29. সুর ও স্বরের 1টি পার্থক্য লেখো।
Ans. একটিমাত্র কম্পাঙ্কবিশিষ্ট শব্দকে সুর বলে। আর বিভিন্ন কম্পাঙ্কের একাধিক সুরের মিশ্রণকে স্বর বলে।


30. সুরবর্জিত শব্দের একটি উদাহরণ দাও।
Ans. কলকারখানার শব্দ।


31. সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কী কী?
Ans. (i) প্রাবল্য বা তীব্রতা, (ii) তীক্ষ্ণতা ও (iii)গুণ বা জাতি।


32. বেল ও ডেসিবেলের সম্পর্ক কী ?
Ans. 1 বেল = 10 ডেসিবেল।


33. শব্দের তীব্রতার একক কী?
Ans. বেল একক।


34. কত হলে তা দূষণ ছড়ায় ?
Ans. 65 ডেসিবেল বা তার বেশি হলে।


35. শব্দবাজি থেকে কত শব্দ নির্গত হয়?
Ans. 150 ডেসিবেল বা তারও বেশি।


36. স্বনক কী ?
Ans. শব্দের উৎসকে স্বনক বলে।


37. SONAR শব্দটির পুরো কথাটি কী ?
Ans. SOUND WAVE NAVIGATION AND RANGING.


38. শব্দের শব্দ শুনতে পায় এরূপ একটি প্রাণী কী ?
Ans. বিড়াল শব্দেতর শব্দ শুনতে পায়।


39. শ্রুতিগোচর শব্দের সীমা কত?
Ans. স্বনকের কম্পন সেকেন্ডে 20 থেকে 20,000 বার।


40. Ultrasonography-তে কী ধরনের শব্দতরঙ্গ ব্যবহৃত হয় ?
Ans. শব্দোত্তর তরঙ্গ।


41. সূর্যে সংঘটিত বিস্ফোরণ আমরা শুনতে পাই না কেন ? 
Ans. শব্দ বিস্তারের জন্য মাধ্যম দরকার। সূর্য থেকে পৃথিবী পর্যন্ত কোনো জড় মাধ্যম সংযোগ নেই। এজন্য সূর্যে সংগঠিত বিস্ফোরণ আমরা শুনতে পাই না।


42. শব্দোত্তর শব্দ শুনতে পায় এরূপ একটি প্রাণী কী ?
Ans. বাদুড় শব্দোত্তর শব্দ শুনতে পায়।


43. অনুনাদ (Resonance) কাকে বলে?
Ans. প্রযুক্ত পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক যখন বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সঙ্গে মিলে যায়, তখন বস্তুর কম্পনের বিস্তার খুব বেশি হয় এবং খুব জোরালো শব্দ শোনা যায়। এই কম্পনকে বলে অনুনাদ
(Resonance)। অর্থাৎ অনুনাদও পরবশ কম্পন।


44. মানুষ কত ডেসিবেল তীব্র শব্দ সহ্য করতে পারে ?
Ans. মানুষ 85.90 ডেসিবেল তীব্র শব্দ সহ্য করতে পারে। 


45. শব্দ বলতে কী বোঝো?
Ans. কোনো কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন যে শক্তি কোনো স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে পৌঁছোয় এবং মস্তিষ্কে এক বিশেষ অনুভূতির সৃষ্টি করে তাকে শব্দ বলে। 


46. শ্রুতিগোচর শব্দ কাকে বলে?
Ans. কোনো বস্তুর কম্পন যদি সেকেন্ডে 20 থেকে 20,000-এর মধ্যে হয়, তাহলে ওই কম্পনশীল বস্তু থেকে যে শব্দ উৎপন্ন হয় তা আমরা শুনতে পাই। এই শব্দকে শ্রুতিগোচর শব্দ বলে। 


47. শব্দোত্তর তরঙ্গের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
Ans. নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়—
(i) পানীয় দুধ, জল ইত্যাদি জীবাণু মুক্ত করার জন্য। 
(i) গভীর সমুদ্রে অবস্থান নির্ণয়ের জন্য।
(ii) ময়লা জামাকাপড় পরিষ্কার করতে।
(iv) সমুদ্রের গভীরতা নির্ণয়ে এবং সমুদ্রে ডুবোজাহাজের অবস্থান জানতে। 
(v) মানুষের দেহের মধ্যে টিউমার বা অন্য কোনো অসুখ নির্ণয়ে।

 

ধন্যবাদ সবাইকে। উপরের শব্দ সম্পর্কিত প্রশ্ন উত্তর Answer Short Questions About Sound  তথ্য গুলো জেনে নিয়েছো। আরও নতুন বিষয়ের তথ্য গুলো জানতে আমাদের ওয়েবসাইট ফলো করো।

No comments:

Post a Comment