:: পরিমাপের পদ্ধতি :: |
পরিমাপের পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।।Important questions and answers about measurement methods।
প্রশ্ন: রাশি কাকে বলে?
উত্তর: যাকে পরিমাপ করা যায় তাকেই রাশি বলে।
প্রশ্ন: ভৌত রাশি কাকে বলে?
উত্তর: পরিমাপযোগ্য যে-কোন প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে।
প্রশ্ন: কয়েকটি ভৌত রাশির উদাহরণ দাও।
উত্তর: দৈর্ঘ্য, প্রস্থ, ভর, আয়তন, সময় ইত্যাদি।
প্রশ্ন: ভৌত রাশি কয় প্রকার ও কি কি?
উত্তর: ভৌত রাশি দুই প্রকার— ১) স্কেলার রাশি এবং ২) ভেক্টর রাশি।
প্রশ্ন: স্কেলার রাশি কাকে বলে?
উত্তর: যেসব ভৌত রাশির কেবলমাত্র মান আছে, কিন্তু দিক বা অভিমুখ নেই, তাদের স্কেলার রাশি বলে।
প্রশ্ন: কয়েকটি স্কেলার রাশির উদাহরণ দাও ।
উত্তর: দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন, উষ্ণতা, ভর, সময় ইত্যাদি। কারণ এদের মান আছে, কিন্তু দিক বা অভিমুখ নেই।
প্রশ্ন। ভেক্টর রাশি কাকে বলে?
উত্তর: যেসব ভৌত রাশির মান অভিমুখ দুই- ই আছে, তাদের ভেক্টর রাশি বলে।
প্রশ্ন: কয়েকটি ভেক্টর রাশির উদাহরণ দাও।
উত্তর: সরন, ওজন, বেগ, বল, ত্বরণ ইত্যাদি কারণ, এদের মান ও অভিমুখ দুই- ই আছে।
প্রশ্ন: একক কাকে বলে ?
উত্তর: কোন ভৌত রাশি কে মাপতে হলে ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধা জনক পরিমাণকে প্রমাণ হিসেবে ধরে, প্রদত্ত রাশিটির পরিমাণ ওই প্রমাণ মানের কত গুণ বা অংশ তা মাপা হয়। এই নির্দিষ্ট প্রমাণ মানকে ওই রাশির একক বলে।
প্রশ্ন: কোন রাশি গুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়?
উত্তর: দৈর্ঘ্য, ভর এবং সময় এই তিনটি রাশি একক পরস্পরের উপর নির্ভরশীল নয়।
এইজন্য এই রাশি তিনটিকে মৌলিক রাশি এবং তাদের এককে মৌলিক একক বা প্রাথমিক একক বলে।
প্রশ্ন: মৌলিক একক বা প্রাথমিক একক কাকে বলে?
উত্তর: যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের একক থেকে প্রায় অন্য সব রাশির একক গঠন করা যায় তাদের এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে।
প্রশ্ন : লব্ধ একক কাকে বলে?
উত্তর : যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠন করা যায়, তাদের এককগুলিকে লব্ধ একক বলে।
প্রশ্ন: কয়েকটি লব্ধ এককের উদাহরণ দাও।
উত্তর: ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, ঘনত্ব, ওজন, কার্য, ভরবেগ, বল প্রভৃতি রাশির একক গুলি হল লব্ধ একক।
প্রশ্ন: মৌলিক একক বা প্রাথমিক একককে প্রকাশ করার কয়টি পদ্ধতি প্রচলিত আছে?
উত্তর: দুটি পদ্ধতি আছে— ১) সি.জি.এস পদ্ধতি এবং ২) এস.আই বা আন্তর্জাতিক একক পদ্ধতি।
প্রশ্ন: এস.আই বা আন্তর্জাতিক একক পদ্ধতি কি?
উত্তর: বিশ্বের বিভিন্ন দেশে পরিমাপের ক্ষেত্রে সমতা আনার জন্য ১৯৬০ সালে এস.আই বা আন্তর্জাতিক একক পদ্ধতি প্রচলিত হয়।
প্রশ্ন: এস.আই পদ্ধতিতে কয়টি রাশির একককে মৌলিক এককের মর্যাদা দেওয়া হয়েছে?
উত্তর: এই পদ্ধতিতে সাতটি রাশির একককে মৌলিক এককের মর্যাদা দেওয়া হয়েছে।
প্রশ্ন: এস.আই পদ্ধতিতে সাতটি রাশি ও তাদের এককগুলি কি ?
উত্তর: এই সাতটি রাশি হল— দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহমাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ এবং এদের এককগুলি হল যথাক্রমে: মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, কেলভিন, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, এবং মোল। এছাড়া এই পদ্ধতিতে আরো দুটি রাশির একক নির্দিষ্ট করা হয়েছে। এরা হলো কোন ও ঘনকোণ এবং এদের একক দুটি যথাক্রমে রেডিয়ান এবং স্টেরোডিয়ান।
প্রশ্ন: এস.আই পদ্ধতিতে ও সি.জি.এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি?
উত্তর: এস.আই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার এবং সি.জি.এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার।
প্রশ্ন: সি.জি.এস এবং এস.আই পদ্ধতিতে ভরের একক কি?
উত্তর: সি.জি.এস পদ্ধতিতে ভরের একক গ্রাম এবং এস.আই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম।
প্রশ্ন: সেন্টিমিটার কাকে বলে?
উত্তর: 1 মিটারের 100 ভাগের 1 ভাগকে সেন্টিমিটার বলে ।
প্রশ্ন: এক গ্রাম কাকে বলে ?
উত্তর: 1 কিলোগ্রামের 1000 ভাগের 1 ভাগকে এক গ্রাম বলে।
প্রশ্ন: সি.জি.এস এবং এস.আই পদ্ধতিতে সময়ের একক কি?
উত্তর: সি.জি.এস এবং এস.আই পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড।
প্রশ্ন: ঘনত্ব কাকে বলে?
উত্তর: কোন পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে।
প্রশ্ন: সি.জি.এস এবং এস.আই পদ্ধতিতে ঘনত্বের একক কি?
উত্তর: সি.জি.এস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম /ঘন-সেন্টিমিটার এবং এস.আই পদ্ধতিতে কিলোগ্রাম / ঘন মিটার।
প্রশ্ন: এক লিটার কাকে বলে?
উত্তর: 4° সেলসিয়াস বা 277k উষ্ণতায় এক কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তন কে এক লিটার বলে।
প্রশ্ন: এস.আই এবং সি.জি.এস পদ্ধতিতে তরলের আয়তন কোন এককে মাপা হয়?
উত্তর: এস.আই এবং সি.জি.এস পদ্ধতিতে তরলের আয়তন লিটার এককে মাপা হয়।
প্রশ্ন: মেট্রিক পদ্ধতি কাকে বলে?
উত্তর: এস.আই ও সি.জি.এস পদ্ধতিকে মেট্রিক পদ্ধতি বলে। এছাড়া এই পদ্ধতিকে দশমিক পদ্ধতিও বলা হয়।
প্রশ্ন: এককহীন রাশি কাকে বলে?
উত্তর: কোন ভৌত রাশি যদি দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়, তবে সেই রাশির কোন একক থাকে না। এই ধরনের রাশিকে এককহীন রাশি বলে। যেমন — দ্রাব্যতা, পারমাণবিক ভর, আণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব ইত্যাদি।
প্রশ্ন: মাত্রা কি?
উত্তর : মাত্রা হল এককের পদ্ধতি নিরপেক্ষ মূল একক যুক্ত ভৌত রাশি সমূহ।
প্রশ্ন: ভৌত রাশির মাত্রা কাকে বলে?
উত্তর: যে-কোন ভৌত রাশির ক্ষেত্রে মূল একক যুক্ত ভৌত রাশিগুলি নিজ নিজ ঘাতে উন্নীত অবস্থায় সঠিক যে অনুপাতে যুক্ত থাকে, রাশিটিকে সেভাবে প্রকাশ করলে যা পাওয়া যায়, তাকে ওই ভৌত রাশির মাত্রা বলে।
প্রশ্ন: একটি মাত্রাহীন রাশির উদাহরণ দাও।
উত্তর: কোন একটি মাত্রাহীন রাশি।
প্রশ্ন: ছোট দৈর্ঘ্য মাপার একক কোনগুলি ?
উত্তর: আংস্ট্রম, ফার্মি ও এক্স-একক ।
প্রশ্ন: আংস্ট্রম একক কি পরিমান করতে ব্যবহৃত হয়?
উত্তর: আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপতে এই একক ব্যবহৃত হয়।
প্রশ্ন:ফারমি একক কিসে ব্যবহৃত হয়?
উত্তর: পরামানুর কেন্দ্রের ব্যাস এই এককে প্রকাশ করা হয়।
প্রশ্ন: এক্স-একক কি মাপতে ব্যবহৃত হয়?
উত্তর: পরামানুর ব্যাস এই এককে মাপা হয়।
প্রশ্ন: খুব বড় দৈর্ঘ্য মাপার একক কি ?
উত্তর: আলোকবর্ষ। শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে।
প্রশ্ন: আলোকবর্ষ=?
উত্তর: আলোকবর্ষ = 9.46×10¹²
প্রশ্ন: আলোকবর্ষ মূল একক না লব্ধ একক?
উত্তর: আলোকবর্ষ হল দৈর্ঘ্যের একক, তাই এটি একটি মূল একক।
প্রশ্ন দৈর্ঘ্য মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয় ?
উত্তর : দৈর্ঘ্য মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তাকে স্কেল বলে। দৈর্ঘ্য মাপতে আমরা সাধারণত মিটার স্কেল ব্যবহার করি।
প্রশ্ন: আয়তন কাকে বলে?
উত্তর: কোন বস্তু যতটা স্থান জুড়ে থাকে, তার পরিমাণকে ওই বস্তুর আয়তন বলে।
প্রশ্ন: মাপনি চোঙ কাকে বলে?
উত্তর: তরল পদার্থের আয়তন মাপতে সুষম প্রস্থছেদযুক্ত শক্ত কাচের তৈরি চোঙাকৃতি যে পাত্র ব্যবহার করা হয় তাকে মাপনী চোঙ বলে।
প্রশ্ন : ভরের পরিমাপ করতে কি ব্যবহার করা হয়?
উত্তর : বস্তুর ভর মাপতে সাধারণ তুলা ব্যবহার করা হয়।
প্রশ্ন: ভর নির্ণয়ের নীতি উল্লেখ করো।
উত্তর: সাধারণ তুলা যন্ত্রে কোনরকম ত্রুটি না থাকলে, পরীক্ষাধীন বস্তুর ভর নির্ণয়ের সময় তুলা যন্ত্রের বাঁদিকের তুলাপাত্রে বস্তুটিকে রেখে ডান দিকের তুলাপাত্রে প্রমাণ বাটখারা রাখা হয় ।
এই অবস্থায় তুলা দন্ড অনুভূমিক হলে—
বস্তুর ভর = তুলা পাত্রে রাখা বাটখারা গুলির মোট ভর ।
প্রশ্ন: 10 মিলিগ্রাম এর চেয়ে কম ভর মাপতে কি ব্যবহার করা হয়?
উত্তর: 10 মিলিগ্রাম এর চেয়ে কম ভর মাপতে রাইডার ব্যবহার করা হয়।
প্রশ্ন: ভালো তুলার প্রয়োজনীয় গুনাবলী গুলি কি?
উত্তর: তুলাযন্ত্রটি সুবেদি হবে।যে তুলা ভরের সামান্য পার্থক্য মাপতে পারে সেই তুলাকে সুবেদী তুলা বলে। তুলাযন্ত্রটি সুস্থিত হবে। তুলা যন্ত্রটি দৃঢ় হবে।
প্রশ্ন: সময় মাপতে আমরা কি ব্যবহার করি?
উত্তর: সময় মাপতে আমরা দেওয়াল ঘড়ি, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ডিজিটাল ঘড়ি ইত্যাদি ব্যবহার করি। পরীক্ষা গারে বা দৌড় ও সাঁতার প্রতিযোগিতায় সময়ের অবকাশ মাপতে স্টপ-ওয়াচ বা বিরাম ঘড়ি ব্যবহার করা হয়।
প্রশ্ন: স্টপ-ওয়াচ কোথায় ব্যবহৃত হয় ?
উত্তর: পরীক্ষাগারে ও বিভিন্ন প্রতিযোগিতায় শুক্ষভাবে সময় মাপতে স্টপ-ওয়াচ ব্যবহৃত হয়। এই ঘড়ি দিয়ে 0.2 বা 0.1 সেকেন্ড পর্যন্ত সময় নির্ভুলভাবে মাপা যায়।
প্রশ্ন: বস্তুর ভার বা ওজন কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়?
উত্তর: স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ভার বা ওজন মাপা হয়।
প্রশ্ন: ঘনত্বের মাত্রা লেখো।
উত্তর: ML-³
প্রশ্ন: বেগের মাত্রা লেখো।
উত্তর: LT-¹
প্রশ্ন: ত্বরণের মাত্রা লেখো।
উত্তর: LT-²
প্রশ্ন: বলের মাত্রা লেখো।
উত্তর: MLT-²
প্রশ্ন: ভরবেগের মাত্রা লেখো।
উত্তর: MLT-¹
No comments:
Post a Comment